প্রধান উপদেষ্টার কাছে মাধ্যমিক শিক্ষকদের আকুল আবেদন
প্রধান উপদেষ্টার কাছে মাধ্যমিক শিক্ষকদের আকুল আবেদন ঃ
মাননীয় প্রদান উপদেষ্টার নিকট সকল এমপিও ভুক্ত শিক্ষকদের বিশেষ আবেদন যে, আপনার প্রচেষ্টায়
শিক্ষকদের সরকারী পর্যায়ের বাড়ী ভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর করে শিক্ষকদের অর্থনৈতিক দুর্দশা
থেকে মুক্তি আনবেন । নিম্নের বিভিন্ন কারনে রাজনৈতিক সরকার শিক্ষকদের এই সুযোগ গুলি প্রদান
থেকে বিরত থাকে ঃ
১/ বেসরকারি শিক্ষা খাতে প্রচুর টাকা বরাদ্দ থাকে কিন্তু সেটা শিক্ষকদের না দিয়ে বছর শেষে অন্য খাতে
নিয়ে বরাদ্দ দেখানো হয় ।
২/ বিগত বছর গুলিতে কত পরিমান টাকা যে অপচয় খাতে খরচ হয়েছে যা বলার অপেক্ষা রাখেনা ।
৩/ শিক্ষকদের মাসে জমানো টাকা নিয়েও প্রচুর টালবাহানা চলে কারন এখানেও সরকারী দলের উচ্চ
পর্যায়ের নেতাদের স্বার্থ হাছিল হয়ে থাকে ।
৪/ প্রতি বছর ট্রেনিং খাতে প্রচুর টাকা বরাদ্দ রেখে বিভিন্ন দ্রব্য ক্রয় দেখিয়ে বাড়তি টাকা খরচ করা হয় ।
৫/ সবচেয়ে কষ্টের কথা বাংলাদেশে একটা সরকারী পিওন বিএ পাশ একজন শিক্ষকের থেকে বেশি টাকা
পেয়ে থাকে ।
৬/ বছরে দুটি ঈদ বোনাস ১০০% দিতে বাধা কোথায় সেটা বোধগম্য নয় ।
৭/ এক কথায় বলা যায় বলা যায় শিক্ষকদের প্রতিটা পদে অপমান ও অপদস্ত করা হছ্ছে ।
৮/ যতদিন বাংলাদেশের জনগন ও সরকারী ব্যবস্থাপনায় শিক্ষকদের যথাযত অর্থনৈতিক মর্যাদা প্রতিষ্ঠা
না করবে ততদিন পর্যন্ত অশান্তি বিরাজ করবে ।
একটি মন্তব্য পোস্ট করুন