মাননীয় শিক্ষা উপদেষ্টার নিকট বিশেষ আবেদন ঃ
বাংলাদেশের বেসরকারি শিক্ষা ব্যবস্থাপনা প্রথম থেকেই অবহেলিত হয়ে আসছে । সরকার পরিবর্তনের ফলে অনেক আশায় ছিলাম এবার আমাদের মুক্তি আসবে, কিন্তু সম্প্রতি অর্থ উপদেষ্টা একই কথা শুনালেন সরকারের টাকার অভাব । দুঃক্ষের বিষয় বাংলাদেশর কোন কাজেই টাকার সংকট থাকে না কেবল মাত্র শিক্ষকদের ন্যায্য পাওনা দেবার সময় প্রত্যেক সরকার টাকার অভাব দেখায় এর প্রকৃত কারন কী ? নিম্নে আমার কিছু মতামত জানালাম দয়াকরে বিষয়টি আমলে নিলে শিক্ষকরা উপকৃত হবে এবং আপনার জন্য বিশেষ দোয়া কামনা করবে ।
১/ শিক্ষকদের ন্যায্য পাওনা না দিয়ে উর্ধতন কর্মকর্তারা রাজনৈতিক ও শিক্ষক কমিটির নেতাদের মাধ্যমে নিজেদের স্বার্থ হাছিল করেন ।
২/ লুটপাট খাতে টাকা বেশি বরাদ্দ দেওয়া হয়, এক্ষেত্রে বরাদ্দে বাধা দেওয়া হয় না ।
৩/ পে- স্কেলে একজন ৪র্থ শ্রেণীর সরকারি কর্মচারি বিভিন্ন ভাতা সহ একজন সহকারী শিক্ষক থেকে বেশি বেতন পেয়ে থাকে । বিষয়টি খুবই অমানবিক ।
৪/ যতদিন পর্যন্ত এ অবস্থা চলতে থাকবে ততদিন শিক্ষকদের অন্তরিক দোয়া জাতির উপর বর্তাবে না ।
৫/ অতএব, বিষয়টি বিবেচনায় নিয়ে দেশ ও জাতিকে একটি সুন্দর শিক্ষা ব্যবস্থাপনা উপহার দিবেন ।
একটি মন্তব্য পোস্ট করুন